অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২১ রাত ০৯:২৭

remove_red_eye

৪৯১



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার মেঘনা নদী তীরবর্তী ইলিশা ইউনিয়নের অর্ধসহস্্রাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় দাতব্য প্রতিষ্ঠান কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল রবিবার বিকালে ইলিশা সড়কের কাঞ্চন মিয়ার বাসায় এই কম্বল বিতরণ করা হয়।
এসময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক ইসতিয়াক আহমেদ বাবু, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক আলতাজের রহমান কলেজের অধ্যক্ষ জাহান জেব আলম টিটব, ভোলা প্রেসক্লাবের সহসভাপতি জুন্নু রায়হান, রেডক্রিসেন্ট ভোলা জেলা যুব প্রধান আদিল হোসেন তপু উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসতিহাক বাবু জানান, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফাহমিদা মাসুদ এর উদ্যোগে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করছে কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় আজ এই কম্বল বিতরণ। এ ছাড়া এর আগে চরাঞ্চলের মানুষের মাঝেও কম্বল বিতরণ করা হয়েছে। তাছাড়া এর আগেও ফাউন্ডশনের উদ্যোগে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন এবং  পুরুষদের মাঝে ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে।