অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২১ রাত ১০:১৫

remove_red_eye

৫৩৪



বাংলার কণ্ঠ প্রতিবেদক : মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভোলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বেলা ১১ টায় চরনোয়াবাদ গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের অংশ গ্রহণ করেন।
বিশ্ব সাহিত্য কেন্দ্র পরিচালিত  ভ্রাম্যমান  লাইব্রেরি ভোলার পাঠক ফোরামের আহ্বায়ক সহকারী অধ্যাপক জুন্নু রায়হান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন বাচ্চু। এসময়  মুক্তিযোদ্ধা আমির হোসেন বাচ্চু তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনি তুলে ধরেন। তুলে ধরেন ১৯৭১ সালে অনুষ্ঠিত মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। সেই সাথে স্বাধীনতা যুদ্ধের সময় ভোলায় অনুষ্ঠিত গুইঙ্গার হাটের যুদ্ধ, বাংলাবাজারের যুদ্ধ, বোরহানউদ্দিনের যুদ্ধসহ বেশ কয়েকটি যুদ্ধের বর্ণানা দেন। স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তুলে ধরার পাশাপাশি আমির হোসেন বাচ্চু বর্তমান প্রজন্মের কিশোর কিশোরীদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে বই পড়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া বক্তব্য রাখেন পাঠক ফোরামের সদস্য আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভোলা সরকারি গণগ্রন্থাগারের  লাইব্রেরিয়ান জালাল আহমেদ।