অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় সামছুদ্দিন মিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে ফোরকান স্মৃতি চ্যাম্পিয়ন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২১ রাত ১০:১৪

remove_red_eye

৫৫৭



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় মুজিববর্ষে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সামছুদ্দিন মিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে জ্যোতিশ ঘরকে ৩-০ সেটে হারিয়ে ফোরকান স্মৃতি চ্যাম্পিয়ন হয়েছে। ফোরকান স্মৃতি টিমে খেলেছেন ফোরকানের বড় ভাই পিন্টু ও বরিশালের সেরা খেলোয়ার নাবিল । রানার্স-আপ হয়েছেন প্রধান শিক্ষক অসীম আচার্য ও বিশ্বজিত । শুক্রবার রাতে খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু । এ সময় টুর্নামেন্টের আয়োজক পৌর প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকনের সভাপতিত্বে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু,  জেলা আওয়ামী লীগ সহসভাপতি দোস্ত মাহামুদ, উপজেলা আওযামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন,  জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোঃ নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব , জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ইয়ারুল আলম লিটন, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, জেলা ছাত্র লীগ সভাপতি রায়হান মাহমুদ । আম্পেয়ারের দায়িত্ব পালন করেন মানবেন্দ্র লিটন , ধরা বর্ণনায় ছিলেন তালহা তালুকদার বাঁধন । সামছুদ্দিন আহমেদ ভোলা পৌরসভার ৩ বারের মেয়র ছিলন। মৃত্যুও আগ পর্যন্ত তিনি জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।