অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে আওয়ামী লীগের বিশাল বিজয় শোভাযাত্রা


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২১ রাত ১০:১৩

remove_red_eye

৫৬৬


বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে  উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ ও পৌর মেয়র মো. রফিকুল ইসলামের নেতৃত্বে জনাকীর্ন  শোভাযাত্রাটি  বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমুহ প্রদক্ষিণ করে পৌর ভবনের সামনে শেষ হয়।  
শোভাযাত্রায় আওয়ামীঘ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক যোগ দেন। এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার লোক অংশ নেন।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ ,পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, মো. জসিমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আ,ন,ম আবদুল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার প্রকৌশলী আহম্মদউল্যাহ, হিন্দু-বৈদ্য-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অনীল চন্দ্র দাস প্রমুখ।