অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


মনপুরায় শীতার্তদের পাশে গুড ড্রীম বাংলাদেশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২১ রাত ১০:১১

remove_red_eye

৫০৪



এম শরীফ আহমেদ : অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক সংগঠন "গুড ড্রীম বাংলাদেশ"। শনিবার (১৮ডিসেম্বর) ভোলার মনপুরা উপজেলার ভূইয়ারহাটের "জহুর আহমদিয়া সিরাজুল উলুম দুদু মিয়া নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার" শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
সংগঠনটির নিজস্ব অর্থায়নে অর্ধশতাধিক  শিক্ষার্থীদেরকে এ উপহার দেওয়া হয়।এছাড়াও বৃদ্ধ এবং বিধবা নারীদেরকেও উপহার দেন সংগঠনের সদস্যরা।
 এ সময় উপস্থিত ছিলেন,জহুর আহমদিয়া সিরাজুল উলুম দুদু মিয়া নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা  মোঃ জসিম উদ্দিন,সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা আবুল কাশেম,সহকারী শিক্ষক হাফেজ মোঃ আব্দুল্লাহ, হাফেজ মোঃ শামীম, "গুড ড্রীম বাংলাদেশ" প্রতিষ্ঠাতা ও সভাপতি এম শরীফ আহমেদ, স্বেচ্ছাসেবী মোঃ জাকির হোসেন, হাফেজ মোঃ রাকিব হোসেন প্রমূখ।
আনন্দে আত্মহারা হয়ে একজন বৃদ্ধ বলেন,কেহ আমাগো খবর লয় না;আমনেগোরে আল্লাহ বাঁচাক।এইডা দিয়া এবার শীত পার করমু।
"গুড ড্রীম বাংলাদেশের" সহ-প্রতিষ্ঠাতা সিঙ্গাপুর প্রবাসী মোঃ মিজানুর রহমান বলেন,আমাদের সংগঠন থেকে আমরা সব সময় নানা কার্যক্রম করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা এই কার্যক্রমটি করেছি।আশা করি সামনে আরও ভালো কিছু করতে পারবো।
"গুড ড্রীম বাংলাদেশর" প্রতিষ্ঠাতা ও সভাপতি  এম শরীফ  আহমেদ বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা সব সময় সামাজিক কাজ করছি। সামাজিক কাজ করা আমার নেশা।অন্যকে সহযোগিতা করতে পারলে নিজের কাছে ভালো লাগে।মৃত্যু পর্যন্ত এভাবে মানুষের পাশে দাড়াতে চাই।