অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দৌলতখানে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন হতদরিদ্র তাজনুর বেগম


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২১ রাত ১০:০৬

remove_red_eye

৬২১






এইচ আর সুমন : মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাংলাদেশ পুলিশ কর্তৃক দৌলতখান থানায় হতদরিদ্র একটি পরিবারের জন্য বাড়ি নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। (১৮ ডিসেম্বর) শনিবার দৌলতখান থানা পুলিশের আয়োজনে এর উদ্বোধন করেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর হতদরিদ্রদের আশ্রায়ন প্রকল্পের আওতায় গৃহহীনদের গৃহ নির্মাণ কাজ শুরু হয়েছে।  উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দিদারউল্লাহ গ্রামের হতদরিদ্র তাজনুর বেগম (৪৮)'কে আশ্রয়ের ঠিকানা হিসাবে ২ শতাংশের ঘড়টিতে দুইটি কক্ষ, একটি বারান্দা, বাথরুম সহ সুপেয় পানির সুবিধা সম্বলিত বসবাসের জন্য বাড়ি নির্মাণের যাবতীয় খরচ বহন করবে বাংলাদেশ পুলিশ। ইতিপূর্বে ভ‚মিহীন গৃহহীন তাজনুর বেগম অন্যের বাড়িতে বসবাস করত।উল্লেখ্য যে, বাংলাদেশ পুলিশের আর্থিক সহায়তায় প্রতিটি থানায় হতদরিদ্রদের মাঝে একটি করে গৃহ নির্মাণ করা হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ, দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনজুর আলম খানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।