অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে স্বামী-স্ত্রীর ১০ বছর সাজা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০১৯ রাত ১১:১৮

remove_red_eye

৫৪১

আমিনুল ইসলাম, চরফ্যাশন থেকে: ভোলার চরফ্যাশনে ইয়াবা ব্যবসায়ী স্বামী জাকির হোসেন খলিফা ওরফে জাকু এবং স্ত্রী সাজেদা বেগমকে ১০ বছরের কারাদন্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। সোমবার চরফ্যাশন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম আসামীদের উপস্থিতিতে এই দন্ডাদেশ প্রদান করেছেন। দন্ডিত জাকির হোসেন খলিফা ওরফে জাকু চরফ্যাশন পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত সামসুল হক খলিফার ছেলে এবং সাজেদা বেগম তার জাকির হোসেন খলিফা’র সহধর্মীনি।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানাযায়, গত বছর ২৯ মার্চ রাতে চরফ্যাশন থানা পুলিশ গোপন সংবাদে জানতে পারেন যে, আসামীরা নিজঘরের মধ্যে মাদক দ্রব্য বিক্রি করছেন। গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে চরফ্যাশন থানা পুলিশ আসামী জাকির হোসেন খলিফার কাছ থেকে ২৮৩ পিস এবং স্ত্রী সাজেদা বেগমের কাছ থেকে ২শ পিস ইয়াবা উদ্ধার করেন। এই ঘটনায় পরদিন গত বছরের ৩০ মার্চ চরফ্যাশন থানায় মাদক নিয়ন্ত্রন আইন,১৯৯০ এর ১৯(১) ধারা অনুযায়ী স্বামী-স্ত্রীকে আসামী করে পুলিশ মামলা দায়ের করেন।