অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় কৈশোর স্বাস্থ্য ও নেতৃত্ব দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই ডিসেম্বর ২০২১ রাত ১০:২১

remove_red_eye

৫৬১



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কৈশোর স্বাস্থ্য ও নেতৃত্ব দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ এবং উপকরণ বিতরণ করা হয়েছে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের কৈশোর কর্মসুচির আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ প্রশিক্ষনের আয়োজন করে। প্রশিক্ষণের উদ্ভোধন এবং উপকরন বিতরণ করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
১২থেকে ১৫ ডিসেম্বর চারদিন ব্যাপী ৪টি দলে জেলার বিভিন্ন উপজেলার কিশোর-কিশোরী ক্লাবের প্রায় ১৬০ জন প্রতিনিধি অংশ নেয় প্রশিক্ষণে।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর, পরিচালক এডভোকেসি, লিগ্যাল এন্ড কমপ্লায়েন্স এড. বীথি ইসলাম, অতিরিক্ত পরিচালক মোঃ মোস্তফা কামাল, সহকারী পরিচালক আনিসুর রহমান টিপু, উপ-পরিচালক মোঃ আহসান উল্লাহ, পুস্টিবিদ বাবুল আখতার, সিনিয়র প্রিন্সিপ্যাল কৈশর কর্মসুচি মোঃ আলমগির হোসেন, সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার, উম্মে সুমাইয়া ও প্রোগ্রাম অফিসার কৈশোর কর্মসুচি মানছুর আলম। প্রশিক্ষন শেষে ক্লাব প্রতিনিধিদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, বিভিন্ন লেখকের বই ও খেলার সামগ্রী সহ বিতরন বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।