অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই ডিসেম্বর ২০২১ রাত ১০:০০

remove_red_eye

৩৯৮



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ৭টি কূপে গ্যাসের  গৃহস্থলী কাজে ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে বুধবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে এসএসসি’৯৮ ব্যাচ । সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি নেয়া হয় বলে জানান ওই সংগঠনের সদস্য সচিব প্রাথমিক স্কুল শিক্ষক খায়রুল ইসলাম শাওন । এ সময় একত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন ৭১ টিভি প্রতিনিধি কামরুল ইসলাম, ২১টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু , গ্যাস লাইন সংযোগ ঠিকাদার সমিতির মহিউদ্দিন আহমেদ, সহসভাপতি রবিউল আলম , যুগ্ম সম্পাদক প্রশান্ত রায় , নাগরিক সমাজের প্রতিনিধি কামরুজ্জামান বাহাউদ্দিন, ৯৮ সংগঠনের এ্যাডমিন ও স্কুল শিক্ষক অমিতাভ রাজন , সদস্য সচিব প্রাথমিক স্কুল শিক্ষক খায়রুল ইসলাম শাওন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক মোঃ মমিন , পাওয়ার প্লান্ট ম্যানেজার প্রকৌশলী আক্তার হোসেন , কৃষি ব্যাংক কর্মকর্তা মাহফুজুর রহমান, এনআরবি ব্যাংক ম্যানেজার মোঃ সহিদুল ইসলাম, ব্যবসায়ী আরিফুর রহমান ,  ওষুধ ব্যবসায়ী মোঃ হাসান, ঠিকাদার মোঃ রাজিব । বক্তারা বলেন, ভোলায় প্রর্যাপ্ত গ্যাসের মজুদ রয়েছে। অথচ ভোলার মানুষ গ্যাসের ব্যবহার করতে পারছে না। সারা দেশের সঙ্গে ভোলার তুলনা না করে ভোলার গ্যাস ভোলায় ব্যবহারের অনুমতি দেয়ার জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।