অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার বোরহানউদ্দিনে সুষ্ঠ ইউপি নির্বাচনের স্বার্থে প্রশাসনের সর্বোচ্চ কঠোরতার হুশিয়ারী


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই ডিসেম্বর ২০২১ রাত ১০:৪৫

remove_red_eye

৪৮৩







বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে আসন্ন চতুর্থ ধাপের সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে  সর্বোচ্চ কঠোরতার হুশিয়ারী উচ্চারণ করেছে প্রশাসন। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সকল প্রতিদ্বন্ধি প্রার্থীদের সাথে আচরণ বিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় ভোলা জেলা প্রশাসক তৌফিক -ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মোহম্মদ সাইফুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার  মো. আলাউদ্দিন আল মামুন ওই হুশিয়ারী উচ্চারণ করেন।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক(ডিসি) তৌফিক -ই-লাহী চৌধুরী বলেন, একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার জন্য প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। কোন প্রকার সংঘাত, সহিংসতা নয় বরং জনগণের মন জয়ের চেষ্টা করার জন্য তিনি উপস্থিত প্রতিদ্ধন্ধি প্রার্থীদের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, একটি উৎসবমুখর পরিবেশে জনগণ তাঁদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করবেন। আমাদের সহযোগীতা করুন আমরা একটি সুন্দর, সুষ্ঠ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।   
বিশেষ অতিথির বক্তৃতায় ভোলা পুলিশ সুপার মোহম্মদ সাইফুল ইসলাম প্রতিদ্ধন্ধি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, জনগন ভোটের মাধ্যমে তাঁদের জনপ্রতিনিধি বেছে নিবেন। যাঁরা গুজব সৃষ্টি,গন্ডগোল অথবা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে জনমনে ভিতি সৃষ্টি করে ভাবছেন নির্বাচনী বৈতরণী পার হতে পারবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। একটি সুস্ঠু নির্বাচনের জন্য পুলিশ তাঁর অবস্থান থেকে সর্বোচ্চ নিরপেক্ষ দায়িত্ব পালন করবে। প্রার্থী যত শক্তিশালী হোননা কেন বিধি-বিধান না মানলে তাঁর বিরুদ্ধে ব্যাবস্থা নিতে প্রশাসন একটুও দেরি করবেনা।  
জেলা নির্বাচন অফিসার মো. আলাউদ্দিন আল মামুন বলেন, বিগত দুইটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের উদাহরণ টেনে বলেন, ওই সময়ের মত সব ধরনের প্রস্তুতি আছে। কেউ ভোট ছাড়া অন্য চিন্তা করার সুযোগ নেই।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, ওসি শাহীন ফকির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান।
এছাড়া উন্মুক্ত মতামত প্রকাশ করেন, প্রতিদ্ধন্ধি চেয়ারম্যন প্রার্থী মো. নাজমুল আহসান জোবায়েদ, আ. রব কাজী, মো. আসাদুজ্জামান বাবুল, শাহাজাদা তালুকদার, মানিক হওলাদার, আলাউদ্দিন সর্দার, মো. জসিমউদ্দিন হাওলাদার। সংরক্ষিত আসনের মহিলা প্রতিদ্ধন্ধি সাদিয়া তানজিল, সেলিনা আক্তার, রহিমা জান্নাত বক্তব্য দেন, এছাড়া সাধারণ সদস্যের মধ্যে বাচ্চু নক্তি, মোফাজ্ঝল হক পাটোয়ারী,হুমায়ূন কবির মতামত প্রকাশ করে বক্তব্য দেন।