অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ৩৪ হাজার ৮’শ পিস কম্বল বরাদ্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই ডিসেম্বর ২০২১ রাত ১০:০৮

remove_red_eye

৪৫৫



 হাসনাইন আহমেদ মুন্না : ভোলায় শীতার্থ মানুষের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ভান্ডার থেকে ৩৪ হাজার ৮’শ পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। ভোলা জেলার ৭ উপজেলার ৬৯ টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় দ:ুস্থ্য এবং অসহায়দের মাঝে এসব কম্বল বিতরণ করা হবে। আগামী ২/৩ দিনের মধ্যে এসব কম্বল জেলায় এসে পৌঁছবে। জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো: মোতাহার হোসেন আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় শীতার্থ মানুষের কষ্ট লাঘবের জন্যই এসব কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত কম্বলের মধ্যে প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভায় ৪৭০ পিস করে কম্বল বিতরণ করা হবে।