বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই ডিসেম্বর ২০২১ রাত ১০:০৭
৪৯৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনের কুতুবা ইউনিয়নের দক্ষিণ কুতুবা গ্রামের কিশোর বেপারী বাড়ির বাসিন্দা বিপুল চন্দ্র দে পক্ষের ৬৬শতাংশ জমি রোতের আঁধারে দখল করেছে দেবাশিষ চন্দ্র দে। স্থানীয় সন্ত্রাসী-বখাটেদের সহায়তায় সে বুধবার দিবাগত রাতে জমির ধান ও গাছ কেটে নিয়ে ওই জমি দখল ঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে দেবাশিষের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কুতুবা মৌজার(খতিয়ান নম্বর-৫৯৮) খেতের পাকা ধান কেটে ৪৮ শতক বিলের জমির চারপাশে সীমানা পিলার পুঁতে তারমধ্যে রাতের আঁধারে টিনের ঘর তুলেছে। একই রাতে একই মৌজার আরেকটি খতিয়ানে(খতিয়ান নম্বর-৫৪৬) বাগান জমির গাছ কেটে আরেকটি ঘর তোলা হয়েছে। সেখানে ছোট একটি পুকুর ও বাগানে নতুন করে পিলার পোঁতে ১৮ শতাংশ জমি দখল করেছে। দুটি স্থানে খেতের পাকা ধান ও গাছ কেটে প্রায় ৬৬ শতাংশ জমি দখল করেছে দেবাষিশ।
বিপুল চন্দ্র দে পক্ষ তার অভিযোগে জানায়, তার দাদি লক্ষীরানী দে'র ৫৯৮ নম্বর খতিয়ানে ১৬০ শতাংশ জমি ছিল। ল²ীরানীর চার ছেলে। নারায়ন চন্দ্র দে, হরিকমল দে, হরিদাস দে ও হরিবিলাশ দে। তাঁর সৎছেলে প্রতিতবন্ধু দে। লক্ষ্মীরানী নিজের চার ছেলেকে ওই দাগ থেকে ২৮ শতাংশ করে ১১২শতাংশ এবং সৎ ছেলে প্রতিতবন্ধু দেকে ৪৮ শতাংশ জমি দেন।
তাঁরা আরও জানান, প্রতীতবন্ধু তার ভাগের ৪৮ শতাংশ জমি জনৈক মোজাম্মেল হক হাওলাদারের কাছে বিক্রি করেন। তিনি গত ১৫ বছর আগে মারা যান। কিন্তু বড় ছেলে দেবাশিষ কয়েক দিন পর পর স্থানীয়দের কাছে বাপ-দাদার দলিল দেখিয়ে মৌখিকভাবে জমি বিক্রি করে আবার ভারত গিয়ে গা ঢাকা দিচ্ছে। সম্প্রতি বুধবার দিবাগত রাতে বিপুল চন্দ্র ও তার ভাইদের দুটি দাগের ৬৬শতাংশ জমি দখল করেছে। রাতের আঁধারে স্থানীয় সন্ত্রাসী-বখাটেদের সহায়তায় এ জমির দখল নিয়েছে। বিপুল ধানী জমিতে এ বছর নিজে ধান লাগিয়েছেন এবং বাগানে অনেক বছর আগে গাছ লাগিয়েছেন। দেবাশিষ এ পর্যন্ত পৈত্রিক পাওনার কয়েকগুন বেশি জমি স্থানীয় প্রভাবশালীদের নিকট বিক্রি করছে। যারা রাতের আঁধারে দখল করছে। এ অবস্থায় বিপুল চন্দ্র গংরা তিন ভাই ও তাঁদের ওয়ারিশদের নিয়ে বিপদে পড়েছেন। এ সমস্যা জানিয়ে স্থানীয় থানায় জালেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
বোরহানউদ্দিন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দেসহ স্থানীয় গন্যমান্যরা জানান, কিশোর বেপারী বাড়ির জমি-জমার বিরোধ নিয়ে স্থানীয়দেরসহ কয়েক বার সালিশ বৈঠক হলেও নানা তালবাহানা করে এরিয়ে যায় । সালিশ বসলেই দেবাশিষ উধাও। কাগজপত্র দেখে জানা যায়, দিবাশীষের কোনো জমি নেই। মৌখিক জমি বিক্রি করে, সে হিন্দু-মুসলমানদের মধ্যে বিরোধ সৃষ্টি করছে।
দেবশিষ চন্দ্র দে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। তাই ভারত যেতে হয়। আর তিনি পৈত্রিক সূত্রে পাওয়া জমি বিক্রি করছেন। অন্যের জমি নয়। সর্বশেষ তিনি ৬৬শতাংশ নয়, ৪০শতাংশ জমি দখল করেছেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির বলেন, জমি দখলের বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। আর জমি দখল, বেদখল, সীমানা নির্ধারণ, এগুলো থানার কাজ না। এগুলো আদালতের কাজ, অভিযোগকারী আদালতের কাছে যাবেন, আদালত যে নির্দেশণা দিবে।
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
বাবার সঙ্গে ভোটার হচ্ছেন জাইমা রহমান
ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান: ইসি সচিব
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ
বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন রাশেদ খান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক