অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


প্রান্তিক জনগোগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করছেন শেখ হাসিনা : এমপি মুকুল


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই ডিসেম্বর ২০২১ রাত ০৯:৫৯

remove_red_eye

৪৪৭




 দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে প্রতিবন্ধিদের হুইল চেয়ার ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে অনুদানের চেক বিতরণকালে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আর্থিক অনুদান দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জীবনমানের উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। বঙ্গবন্ধু সব সময় ক্ষুধা ও দারিদ্রমুক্ত যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন, শেখ হাসিনা বাংলাদেশকে সেই সোনার বাংলা দেশে রুপান্তরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে দারিদ্র বিমোচন, স্বাস্থ্য সেবা খাতসহ বিভিন্ন সূচকে আমরা লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে গেছি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা অর্জনে সক্ষম হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ২০ জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার ও ১২৩ জন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মাঝে ১৮ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণকালে এমপি মুকুল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ছিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক সাফিজল ইসলাম প্রমুখ।