অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে প্রাথমিক ও গণশিক্ষা উপানুষ্ঠানিক শিক্ষন প্রকল্প উদ্বোধন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই ডিসেম্বর ২০২১ রাত ০৯:৩৪

remove_red_eye

৪৯৪



 তজুমদ্দিন প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) তজুমদ্দিন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। তজুমদ্দিনে প্রকল্পটি বাস্তবায়ন করছে ভোলা সেবা সংঘ। দুই সিফটে শিক্ষন কেন্দ্রের এই প্রকল্পে আওতায় ৩ শত কেন্দ্রে তৃনমূল পর্যায়ে ১৫ থেকে ৪৫ বৎসর বয়সী নর-নারী কে স্বাক্ষরতা অভিযান পরিচালনা করা হবে। নিরক্ষর দূর করার লক্ষে মুজিব শতবর্ষকে সামনে রেখে দেশের ৬৪ জেলার ২১ লক্ষ নিরক্ষর জনগোষ্ঠিকে স্বাক্ষর করার অভিযান দেশব্যাপী পরিচালনার লক্ষ্য গ্রহন করে সরকার।
সোমবার (১৩ নভেম্বর) বিকেলে মধ্য চাঁদপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোলা সেবা সংঘ চেয়ারম্যান মুন্সি ওবায়দুল্লাহ”র সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠান শুভউদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রোগ্রাম অফিসার সাইদুর রহমান।এসময়ে প্রধান অতিথি মরিয়ম বেগম বলেন, যে জাতি যত শিক্ষিত, তারা তত উন্নত। শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই বিভিন্ন প্রকল্প গ্রহন করে জাতিকে উন্নত করার চেস্টা করছেন।