অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় অনুষ্ঠানের ঝামেলা বাঁচায় শাইনিং ইভেন্ট ম্যানেজমেন্ট


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই ডিসেম্বর ২০২১ রাত ১০:০২

remove_red_eye

৭১৭



এম শরীফ আহমেদ : দৈনন্দিন জীবনে আমরা পেশাগত নানা কাজে ব্যস্ত থাকি। এই সকল ব্যস্ততার মাঝেও আমরা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয়, প্রতিষ্ঠানিক ও কর্পোরেটসহ নানা ধরনের  অনুষ্ঠানের আয়োজন করতে হয়। কিন্তু এসব অনুষ্ঠান করতে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়।
কেননা অনুষ্ঠান করতে অনেক ধরনের মালামাল এবং জনবলের প্রয়োজন হয়।ব্যস্ততার কারনে এইসব মালামাল ও জনবল ব্যবস্থা করতে অনেক সময় দুশ্চিন্তায় পরতে হয়।চিন্তা করতে করতে অনেকের অনুষ্ঠানের আসল আনন্দ হারিয়ে যায়। দুশ্চিন্তা আর ঝামেলা বাঁচাতে আধুনিকতার ছোয়া নিয়ে ভোলার দুই তরুণ উদ্যোক্তা বাজারে নিয়ে এসেছে "শাইনিং ইভেন্ট ম্যানেজমেন্ট"।
যেখানে এক সেন্টারেই রয়েছে যে কোন ধরনের অনুষ্ঠানের মালামাল  ও জনবল। প্রতিষ্ঠানটি থেকে গ্রাহকরা যে কোন অনুষ্ঠানের সকল ধরনের মালামাল  ও জনবল পাচ্ছেন।এক  সেন্টারে সকল সেবা এমন প্রতিষ্ঠান পেয়ে সকল শ্রেনির মানুষ আনন্দবোধ করছেন।
শাইনিং ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক এম শরীফ আহমেদ বলেন, দিনে দিনে মানুষ সুখী হয়ে যাচ্ছে। কোনো মানুষ এখন আর ঝামেলা কাঁধে নিতে চায় না। অন্যদিকে এখন মানুষ খুবই ব্যস্ত সময়ে নিজের যে কোন অনুষ্ঠান সুন্দর ও সুনামের সাথে করার ইচ্ছে থাকলেও পারছেন না। আমরা এসব কথা মাথায় রেখেই এই ইভেন্ট ম্যানেজমেন্ট'র উদ্যোগ নিয়েছি।
 এ বিষয়ে জানতে চাইলে, শাইনিং ইভেন্ট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন মুহাম্মদ বলেন, ভোলাসহ দেশের যেকোনো প্রান্তে যে কোন অনুষ্ঠানের এ টু জেড বাস্তবায়ন করে থাকি। আমাদের সাথে যোগাযোগের মাধ্যম মোবাইল: ০১৯১১-০৬৪৩০৬ ।