অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই ডিসেম্বর ২০২১ রাত ১০:২০

remove_red_eye

৪৯৬



 বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার বিকালে শহরের বাংলাস্কুল মাঠে এর উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন। কাবাডি ফেডারেশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার তত্ত¡াবধানে  এস্যিান্ড আলী সুজার সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন  উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন ।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী সুজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি  সম্পাদক মোঃ নজরুল ইসলাম গোলদার, ভোলা থানার ওসি এনায়েত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ইয়ারুল আলম লিটন, ক্রীড়া সংস্থার সহসভাপতি মোঃ ফয়সালসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
উদ্বোধনী খেলায় ‘ক’ গ্রæপে পূর্ব ইলিশা ও ‘খ’ গ্রæপে ভেলুমিয়া ইউনিয়ন দল জয়লাভ করেছে। সদর উপজেলা ক্রীড়া সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ভোলা সদর উপজেলার ৮টি ইউনিয়নের অংশ নিবে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর।