অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দৌলতখানে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২১ রাত ১০:৪৮

remove_red_eye

৪৫০




দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে দ্বিতীয় ধাপে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ও অবহিতকরণ কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা বারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাক্তার মো: আনিসুর রহমান। আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত উপজেলার ২১৭ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ জন প্রতিবন্ধি শিশুসহ ৩ হাজার শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৭ জন প্রতিবন্ধিসহ ২২ হাজার ৪১০ জন শিশুকে এ টিকার আওতায় আনা হবে বলে সভায় জানানো হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, এমওডিসি ডাক্তার অনিক বড়–য়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জামাল উদ্দিন প্রমুখ।