অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে শিশুর বিরুদ্ধে নির্যাতন বন্ধে সংলাপ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে আগস্ট ২০১৯ রাত ০৯:৩১

remove_red_eye

৮৭৫

 

আমিনুল ইসলাম, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে শিশুর বিরুদ্ধে সহিংসতা ও নির্যাতন বন্ধে স্টোকহোল্ডারদের সচেতনতা বৃদ্ধিতে সিসিডির সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টা হতে থেকে দুপুর ২ টা পর্যন্তÍ কোস্ট ট্রাস্টের প্রশিক্ষন হলরুমে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
সিসিডি বাংলাদেশ ও রেডিও মেঘনার যৌথ আয়োজনে চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক মিলন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৃষিত কুমার চৌধুরী, পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি এম আবু সিদ্দিক। সংলাপে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগের সহযোগী অধ্যাপক মো. শাতিল সিরাজ, সিসিডি কো-অডিনেটর সামছুন্নাহার সুইটির সঞ্চালনায় সংলাপে অংশ নেন সিসিডি বাংলাদেশের যুগ্ম পরিচালক শাহানাজ পারভীন, কনিকা, সায়েমা শাহনাজ পিংকি সহ লালমোহন, চরফ্যাশন, মনপুরা, দুলারহাট, শশীভূষণ ও দক্ষিণ আইচা থানার ৪৪ জন সংলাপে অংশগ্রহন করেন।