অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় দুর্নীতি বিরোধী দিবসে শপথ নিলেন বিভিন্ন দফতরের কর্মকর্তারা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২১ রাত ১০:৪০

remove_red_eye

৪১৬



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বৃহস্পতিবার মানববন্ধন, সমাবেশ বেলুন উড়ানোর পর শপথ গ্রহণের মধ্য দিয়ে  আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবস উদযান করেছে বিভিন্ন দফতরের প্রতিনিধিরা। এ সময় দুর্নীতি না করার অঙ্গীকার করে শপথ নামায় স্বাক্ষর করেন উপস্থিত সকলে।  জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহমেদ, আনসার কামন্ডার মোঃ আহসান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী শরীফ আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক হোসনেআরা চিনু, ওই সংগঠনের সম্পাদক মোবাশ্বের উল্লাহ চৌধুরী,  জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধাব চন্দ্র দাস, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রাথমিক কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, জেলা তথ্য অফিসার নুরুল আমিন ,   এনজিও আইসিডিএস এর নির্বাহী  পরিচালক মুর্তুজা খালেদ,  জন উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ হুমায়ুন কবির ।
 দৌলতখান প্রতিনিধি জানান, ভোলার দৌলতখানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্নীতি দমন কমিশনের ব্যানারে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এ কর্মসূচীর আয়োজন করে। ইউএনও মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ছিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জগলুল পাশা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ শ.ম ফারুক, সম্পাদক অধ্যক্ষ জাবির হাসনাইন জাকির প্রমুখ। পরে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতিবিরোধী মানববন্ধন করা হয়।