অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বেগম রোকেয়া দিবসে ভোলায় সেরা জয়িতা হলেন ৮ নারী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২১ রাত ১০:০৭

remove_red_eye

৪৮২




বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বৃহস্পতিবার বেগম রোকেয়া দিবসে সেরা জয়িতা হিসেবে জেলায় ৮ নারী নির্বাচিত হয়েছেন। এদের হাতে পুরস্কার ও ক্রেষ্ট তুলে দেন  স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহমেদ , এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজিত হাওলাদার, মহিলা অধিদফতরের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন , জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন, ভোলা থিয়েটারের সাবেক সম্পাদক তালহা তালুকদার বাঁধন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তার হোসেন, কোস্ট ট্রাষ্ট প্রতিনিধি মোঃ ফজলুল হক প্রমুখ । সেরা ৮ জয়িতা হলেন, পর পর দুই বার পৌর কাউন্সিলর নির্বাচিত সামছুন নাহার ( সমাজ উন্নয়),  প্রাইমারী টিচার্স ইনস্টিটিউটের  সুপার শিরিন শবনব ( শিক্ষা ও চাকুরী) , মোহছানা আক্তার ( নির্যাতনের পর ফের ঘুরে দাড়ানো নারী), শাহিনা আক্তার ( অর্থনৈতিকভাবে সফল), ফরিদা ইয়াসমিন ( সফল জননী), মাছুমা বেগম ( সমাজ উন্নয়ন), দৌলতখান উপজেলার আমেনা খানম সাথী ( নির্যাতন মোকাবেলা নারী), বোরহানউদ্দিন উপজেলার টবগী এলাকার  নাসরিন আক্তার মৌসুমী ( অর্থ নৈতিক সফল) ।