অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন ভোলার মোহাম্মদ সাইফুল ইসলাম


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০২১ রাত ০৯:৪২

remove_red_eye

১২২০




 শ্রেষ্ঠ  অফিসার ইনচার্জ  মোঃ এনায়েত হোসেন

এইচ আর সুমন : ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম,  পিপিএমকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার ও  ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেনকে বরিশাল রেঞ্জোধীন থানা সমূহের মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয় করা হয়।
 মঙ্গলবার বরিশাল রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে বরিশাল রেঞ্জের নভেম্বর/২০২১ খ্রিঃ মাসের  মাসিক অপরাধ পর্যালোচনা সভার সভাপতিত্বে  করেন এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ। বরিশাল রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ সহ রেঞ্জাধীন সকল জেলা ও আরআরএফ এর পুলিশ সুপারগণ এবং রেঞ্জ অফিসের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
বরিশাল রেঞ্জাধীন সকল ইউনিটের পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, কর্মতৎপরতা ও পুলিশি কার্যক্রমের সাফল্যের বিবেচনায় ছয়টি ক্যাটাগরিতে পুরষ্কার বিবেচনা করা হয়, যার মধ্যে ভোলা জেলা পুলিশ দুইটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে।অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন জেলা সমূহের মধ্যে ভোলা জেলার মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রম, অবাধ সুষ্ঠু ইউপি নির্বাচন পরিচালনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রন ও স্বাভাবিক রাখা, সকল শ্রেণী পেশার জনসাধারনকে স¤পৃক্ত করে সামাজিক নিরাপত্তাকে নিশ্চিত ও জনসাধারণের আস্থা নিয়ে আইনী কার্যক্রমকে গতিশীল করা ও সকলের কাছে গ্রহণযোগ্য করা, সুষ্ঠু ও সুন্দর ভাবে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রম স¤পন্ন করা, জেলা পুলিশের সকল সদস্যদের গুরুত্বপূর্ণ  দিক-নির্দেশনা প্রদান করে একটি টিম হিসেবে সুষ্ঠু ও সুন্দর ভাবে সকল ধরনের পুলিশি কার্যক্রম পরিচালনা ও স¤পাদনে বিশেষ নেতৃত্বদান সহ বিভিন্ন সূচকে কর্মদক্ষতা ও কর্মক্ষমতা প্রদর্শণ এবং আইন শৃংঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ন ভ‚মিকা পালন করায় তাদের এ সফলতায় সকলের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন বরিশাল রেঞ্জের ডিআইজি  এস এম আক্তারুজ্জামান।