অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে ৯০ টি বোমাসহ গ্রেফতার-১


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০২১ রাত ০৯:৪০

remove_red_eye

৪৫৮


বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ৯০ টি চকলেট বোমা সহ একজন কে আটক করেছে থানা পুলিশ। আটক কৃত মাইনুদ্দিন (৪৫) হাসান নগর ইউপির ০৮ নং ওয়ার্ডের মৃত ইমাম হোসেনের ছেলে।  সোমবার দিবাগত রাত ৭ টার দিকে হাসান নগর ইউপির তরিকের পোল নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, ৪র্থ ধাপ ইউপি নির্বাচনের বোরহানউদ্দিন মির্জাকালু পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ নির্বাচনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে ডিউটি পালন কালে গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত্র কেন্দ্রের এস আই আতাউর রহমান সঙ্গীয় ফোর্স সহ তরিকের পোলের নিকট থেকে ৯০ টি চকলেট বোমা সহ  মাইনুদ্দিন (৪৫) কে আটক করেন। আটকের পর তাকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করেন। বোরহানউদ্দিন থানায় আটককৃতের বিরুদ্বে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামল দায়ের করা হয় যার নং ০৭, তারিখ ০৭-১২-২০২১। বোরহানউদ্দিন থানার ওসি সাহিন ফকির জানান, আটককৃতের বিরুদ্বে বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ এর ৪/৬ ধারায় মামলা দায়ের করার পর মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরন করা হয়।