অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতিই প্রমাণ করছে আ’লীগ উন্নয়ন বান্ধব সরকার : এমপি শাওন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২১ সন্ধ্যা ০৭:৪৫

remove_red_eye

৪৬৭





তজুমদ্দিন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতিই প্রমাণ করছে, উন্নয়নবান্ধব আওয়ামীলীগ সরকার দেশকে কতটুকু এগিয়ে নিয়ে যাচ্ছে।
২০০৮ সালের যুগান্তকারী নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের মধ্যদিয়ে বাংলাদেশ প্রবেশ করে উন্নয়ন ও সমৃদ্ধির এক নতুন সময়ে। বঙ্গবন্ধুকন্যা দেশরতœ শেখ হাসিনার ‘দিন বদলের সনদ’ কে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গঠনের এক মহা কর্মযজ্ঞ শুরু হয়।  সোমবার দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলা অডিটরিয়মে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে  হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু নির্মাণ, মেট্রো রেল নির্মাণের মতো বিশাল সব মেগা প্রকল্পের পাশাপাশি শতভাগ বিদ্যুতায়ন, প্রতিটি মানুষের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া, শক্ত অর্থনীতি তৈরি করা, শতভাগ শিক্ষার হার অর্জন করা, দারিদ্র্য নির্মুল করার মতো জিবনমান উন্নয়নে কাজ করছে আওয়ামীলীগ সরকার।
এসময়,৩০টি হতদরিদ্র অসহায় পরিবারকে নগদ ১লাখ ৮০ হাজার টাকা ও ৬০ বান্ডেল ঢেউটিন এবং মৎস্যজীবী গ্রাম সমিতির সহায় সম্বলহীন ৩৮জন মৎস্যজীবীদের মাঝে, এককালীন আর্থিক সহায়তার নগদ চেক বিতরণ করেন এমপি শাওন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম এর সভাপত্বিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলন, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারন সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন।