অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


যুব রাজনীতির আইকন শহীদ শেখ ফজলুল হক মণি: এমপি শাওন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২১ রাত ০৯:৩২

remove_red_eye

৮৩৭




এম নয়ন , তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিন উপজেলা যুবলীগ কর্তৃক আয়োজিত,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়ছে।এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভোলা -৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন,যুব সমাজকে সুসংগঠিত করে আদর্শিক নেতৃত্ব প্রদানে বঙ্গবন্ধুর আস্থা ও বিশ্বাসের পরিপূর্ণ মর্যাদা রাখেন শেখ ফজলুল হক মণি। দক্ষতা, সততা, আন্তরিকতা, রাজনৈতিক বিচক্ষণতায় খুব অল্প দিনের মধ্যেই তিনি পরিণত হন যুব সমাজের আইকনে, আর তাঁর হাতে গড়া আওয়ামী যুবলীগ পরিণত হয় এদেশের যুব সমাজের ভালোবাসা ও প্রাণের সংগঠন, উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ,তজুমদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু হাওলাদার ও সঞ্চালনা করেন সাধারণ স¤পাদক আব্দুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারণ স¤পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক স¤পাদক আমিন মাহাজন সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।পরে আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।