অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ডেঙ্গু প্রতিরোধে ভোলা খালে পরিস্কার পরিচ্ছন্নতা শুরু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে আগস্ট ২০১৯ রাত ০৯:৩৬

remove_red_eye

৫৬৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ভোলা শহরের প্রাণ ভোলার খালে পরিস্কার কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ভোলার শহরের বাংলা স্কুল ব্রীজ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকালে এ কর্মসূচী উদ্বোধন করা হয়। এ কর্মসূচীর উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। ভোলায় ডেঙ্গু মশা প্রতিরোধে এ সময় ভোলার খাল থেকে কচুরীপানাসহ খালের বিভিন্ন ধরণের ময়না পরিস্কার অভিযান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভোলা পৌর প্যানেল মেয়র মোঃ শাহে আলম, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সির বৃন্দসহ পৌর সভার কর্মকর্তারা।