অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


তজুমদ্দিনে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশ গ্রহণ শীর্ষক কর্মশালা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে আগস্ট ২০১৯ রাত ০৯:৩৮

remove_red_eye

৫২৭

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রশাসন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ স্থানীয় সরকার বিভাগের আয়োজনে ও বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সহযোগীতায় গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশ গ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার আশরাফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইউএনডিপি’র ভোলা জেলা সমন্বয়ক মোঃ সফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মু.মাহফুজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল, চাঁচড়া ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, গ্রাম আদালতের তজুমদ্দিন উপজেলা সমন্বয়ক নজরুল ইসলাম প্রমুখ। সভায় ৫টি ইউনিয়নের ১৫ জন সংরক্ষিত সদস্য ছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের নারী নেতৃরাসহ গ্রাম আদালত সহকারীরা অংশ নেয়।