অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাসনে খামারে বিষ দিয়ে মাছ নিধন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে আগস্ট ২০১৯ রাত ০৯:৩৯

remove_red_eye

৭১৮

চরফ্যাসন প্রতিনিধি : চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নে প‚র্ব শক্রুতার জের ধরে রুবেলের মাছের খামারে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে খামারের প্রায় ২৫হাজার মাছ নিধন হয়েছে এবং ৩লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে ।
বুধবার গভীর রাতে জাহানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে রুবেলের মাছের খামারে এ ঘটনা ঘটে।
মো.রুবেল জানান,উপজেলার শশীভূষ থানার জাহানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নিজ বাড়ির মাছের খামারে পূর্বশক্রুতার জের ধরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা।বিষের প্রতিক্রিয়ায় খামারে তেলাপিয়া, সিলভারকাপ, রুই, কাতালসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে। এতে প্রায় ২৫হাজার পিচ মাছ নিধন হয় এবং ৩ লাক্ষাধিক টাকার ক্ষতি হয়। এঘটনায় শশীভূষণ থানায় মামলার প্রস্তুতি চলছে ।
শশীভূষন থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মাছের খামারের মালিক ফোনে বিষয়টি আমাকে জানিয়েছে।এব্যাপারে এখনো কেউ কোন অভিযোগ দায়ের করেনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।