অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মার্চ ২০২৪ | ৫ই চৈত্র ১৪৩০


ভোলায় ডেঙ্গু জ্বরে ৩০৫ জন আক্রান্ত সুস্থ্য হয়ে বাড়ি গেছেন ২৪৩ জন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে আগস্ট ২০১৯ রাত ০৯:৪৩

remove_red_eye

৬৪৯

জুয়েল সাহা বিকাশ : গত ১ আগস্ট থেকে ২২ আগস্ট রাত পর্যন্ত ভোলা জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৩০৫ জন। এদের মধ্যে বর্তমানে জেলার ৫ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে ৫৫ জন। যার মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত ২০ জন ভর্তি হয়েছে।
ভোলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মাসের ২২ দিনে ৩০৫ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে সাত জনের অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধিন রয়েছে ৫৫ জন। এছাড়াও চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ২৪৩ জন রোগী।
এদিকে ভোলার সাত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু পরীক্ষার করার জন্য ডিভাইস ও পর্যপ্ত সংক্ষক কিট রয়েছে বলে নিশ্চিত করে ভোলা সিভিল সার্জন।
ভোলা সিভিল সার্জন ডাঃ রথীন্দ্রনাথ মজুমদার জানান, ভোলার ৫ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৫ জন বর্তমানে চিকিৎসাধিন রয়েছেন। যার মধ্যে ভোলা সদর হাসপাতালে ৩০ জন, দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, বোরাহনউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন।
তিনি আরো জানান, হাসপাতালগুলোতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের যতœ সহকারে চিকিৎসকরা চিকিৎসা প্রদান করছেন।