অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে তুচ্ছ ঘটনায় বোরক চালককে মারধর


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২১ রাত ১০:১৭

remove_red_eye

৩৯০




 দৌলতখান প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে তুচ্ছ ঘটনায় মো: বাচ্চু (২৬) নামের এক ব্যাটারি চালিত বোরাকচালককে বেধড়ক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মোসেনমিয়ার হাটে এ ঘটনা ঘটে। আহত বাচ্চু দৌলতখান উপজেলার সৈয়দপুর ৯ নং ওয়ার্ডের আবদুল মাজেদের ছেলে। তিনি বর্তমানে দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্তরা হলেন, বড় মানিকা ইউনিয়নের মনির,মহিউদ্দিন,নাহিদ,নুরুল ইসলাম ওরফে গেদা।
হাসপাতালে চিকিৎসারত বাচ্চু সাংবাদিকদের বলেন, জীবিকার তাগিদে বৃহস্পতিবার সকালে ব্যাটারি চালিত বোরাক নিয়ে বের হই। সারাদির বোরাক চালিয়ে ক্লান্ত শরীরে বাড়ি ফেরার পথে পথিমধ্যে মনির তার পথরোধ করে দাড় করান। পরে বোরাক দিয়ে মনিরকে এছাক মোড় এলাকা নিয়ে যেতে বলে। এতে বাচ্চু রাজী হইনি। রাজী না হওয়ায় মনির বাচ্চুকে মারধর শুরু করে। খবর পেয়ে মহিউদ্দিন,নাহিদ,নুরুল ইসলাম ওরফে গেদা এসেও বাচ্চুকে বেধড়ক মারধর করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে এনে ভর্তি করান। এ ঘটনায় বাচ্চু আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে মনির বলেন, বাচ্চুকে তারা কোন মারধর করেনি। সেখানে সামন্যা কথার কাটাকাটি হয়েছে।