অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


মনপুরায় থানা মসজিদের ওযুখানা ও ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২১ রাত ০৯:৪৯

remove_red_eye

৬৮৪



মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় থানা জামে মসজিদের নবনির্মিত ওযু খানা উদ্বোধন করলেন নবাগত ভোলা জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ সাইফুল ইসলাম। এছাড়াও তিনি পুলিশ সদস্যদের শীতকালীন খেলাধুলার জন্য পাকা ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন করেন।

বুধবার বিকেল ৪ টায় মনপুরায় থানা কমপ্লেক্সের মধ্যে জামে মসজিদের ওযুখানা ও সামনে পাকা ব্যাডমিন্টনের কোর্ট উদ্বোধন করেন। এই সময় ভোলা জেলা পুলিশ সুপারের সফর সঙ্গী ছিলেন লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা, মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদসহ পুলিশ সদস্যরা।