অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাসনে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে আগস্ট ২০১৯ রাত ০৯:৪৮

remove_red_eye

৫৬৯


চরফ্যাসন প্রতিনিধি || পুলিশের সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৪ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার দুলারহাট থানা ভবনের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
দুলার হাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদিন আখন, সহকারী পুলিশ সুপার চরফ্যাসন সার্কেল শেখ সাব্বির হোসেন প্রমূখ।
ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শক্র নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহŸান জানান তিনি। তিনি আরও বলেন, বাল্য বিবাহ ও জঙ্গিবাদ থেকে দ‚রে থাকতে হবে। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্য বিবাহ,ধর্ষণ,শিশু ও নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,শিক্ষক,রাজনৈতিক ব্যাক্তি, সংবাদকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, গ্রাম পুলিশ ও দুলারহাট থানার অফিসার ও পুলিশ সদস্যগন।