অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দৌলতখানে এক বছরেও সংস্কার হয়নি হাসপাতালের পুকুরের ভাঙ্গা ঘাটলা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২১ রাত ১০:১৪

remove_red_eye

১০১৮


 দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরের ঘাটলাটি দীর্ঘ এক বছর ধরে ভেঙে পড়ে আছে দেখার কেউ নেই। ফলে হাসপাতালে ভর্তি অসংখ্য রোগী ও তাদের স্বজনরা চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। দৌলতখান উপজেলা ৫০ শয্যার হাসপাতালের পুকুরটির একটি মাত্র ঘাটলা। সেটিও দীর্ঘ এক বছর ধরে ভেঙ্গে পড়ে থাকার কারণে মসজিদের মুসল্লি ও হাসপাতালে ভর্তি হওয়া রোগী, তাদের অভিভাবক  অজু ও হাত-মুখ ধোয়ার জন্য গেলে নানা ভোগান্তি পোহাতে হয়। ভাঙ্গা ঘাটলাটি দিয়ে অজু করতে গিয়ে মসজিদের কয়েকজন মুসল্লি পুকুরে পরে গিয়ে আহত হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য বিভাগ।’
হাসপাতালে চিকিৎসা নিতে আসা কাজল নামে এক রোগী জানান, পুকুরের ভাঙা ঘাটলাটিতে  হাত-মুখ ধোয়ার জন্য গেলে ভোগান্তিতে পড়তে হয়।  এমনকি এ ঘাটলায় মুখ ধুতে গিয়ে ওইদিন একজন রোগীর অভিভাবক পুকুরে পড়ে গেছে। তিনি ওইদিন ভেজা শরীর নিয়ে  বাড়িতে ফিরে গেছেন। হাসপাতালটির ঘাটলাটি এমন ঝুঁকিপূর্ণ হলে মানুষের দুর্ভোগের সীমা থাকবেনা। হাসপাতাল মসজিদের হাছান নামে এক মুসলি¬ জানান, ভাঙ্গা ঘাটলা দিয়ে নামাজের অজু করতে গেলে অনেক দুর্ভোগ হয়। আমারা নতুন একটি ঘাটলার দাবি জানাচ্ছি।
 
দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পিয়াস কান্তি সাহা জানান, রোগীদের সঙ্গে আমাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা বিষয়টি সিভিল সার্জনকে জানিয়েছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিছুর রহমান জানান, ‘বিষয়টি উপজেলার সংশ্লিষ্ট দপ্তর সহ ভোলা জেলা সিভিল সার্জন কে জানানো হয়েছে। আশা করি দ্রæত এ সমস্যার সমাধান হবে।’