অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় কোস্টগার্ড আন্ত:জোন ও বেইজ ফুটবল প্রতিযোগীতা শুরু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে আগস্ট ২০১৯ রাত ০৯:৫২

remove_red_eye

৭২৭

বাংলার কন্ঠ প্রতিবেদক || বাংলাদেশ কোস্টগার্ড সদস্যদের মনবল বাড়াতে আন্ত: জোন ও বেইজ ফুটবল প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। কোস্টগার্ড দক্ষিণ জোনের আয়োজনে শনিবার সকালে ভোলার শহরের গজনবী স্টেডিয়ামে এ খেলার এ খেলার উদ্বোধন করেন কোস্টগার্ডের দক্ষিণ জোনের জোনাল কমান্ডার এসএমমঈন উদ্দিন।


উদ্বোধনী খেলায় দক্ষিণ জোন ভোলা ও বিসিজি বেইজ অগ্রযাত্রা পটুয়াখালী দল মুখোমূখি হয়। এ খেলায় উভয় পক্ষ ১/১ গোলে ম্যাচ ড্র করে। এ প্রতিযোগীতায় দক্ষিণ জোন ভোলা, বিসিজি বেইজ অগ্রযাত্রা পটুয়াখালী, পূর্ব জোন চট্টগ্রাম, পশ্চিম জোন মমলা ও ঢাকা জোনসহ মোট পাঁচটি দল অংশ গ্রহণ করবেন। প্রতিযোগীতায় ২১ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২৯ আগস্ট এ প্রতিযোগীতার ফাইনাল খেলা একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোস্টগার্ডের দক্ষিণ জোনের জোনাল কমান্ডার এসএমমঈন উদ্দিন বলেন, বাংলাদেশ কোস্টগার্ড সকল ক্ষেত্রে গুরুপ্তপূর্ণ ভূমিকা রাখছে। কোস্টগার্ড সদস্যদের মনবল আরো শক্ত করতে এ ম্যাচের আয়োজন করা হয়েছে।