অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ঘোড়ার পিঠে চড়ে ও পালকীতে করে নববধূকে নিয়ে বাড়ি এলেন বর


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই নভেম্বর ২০২১ রাত ০৯:৫২

remove_red_eye

৪৭৮





 বাংলার কণ্ঠ প্রতিবেদক : নিজের বিয়েকে ইতিহাস করে রাখতে বর যাত্রী নিয়ে ঘোড়ার পিঠে চড়ে কনে আনতে গেলেন বর মোঃ আনোয়ারুল আজিজ। কনের বাড়ির খাওয়া দাওয়া শেষে বর আবার ঘোড়ার পিঠে ও কনে সুমাইয়া আক্তার (ইরা) কে পালকীতে করে নিয়ে ফিরেন নিজের বাড়ি। ব্যাতিক্রমী এ আয়োজনটি বুধবার (১৭ নভেম্বর) বিকেলে ভোলা পৌর ২ নম্বর ওয়ার্ডর গাজীপুর রোড এলাকায় ঘটে।
বর মোঃ আনোয়ারুল আজিজ ওই এলাকার মোঃ আকবর হোসেনের বড় ছেলে। বর ঢাকায় পাসপোর্ট অফিসে কম্পিউটার অপারেটরের চাকরি করেন। এবং কনে সুমাইয়া আক্তার (ইরা) ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছোট আলগী গ্রামের রাজা মিয়া বাড়ির মোঃ লোকমান হোসেনের একমাত্র কন্যা। তিনি ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে অনার্সে পড়াশুনা করছেন।
বর মোঃ আনোয়ারুল আজিজ জানান, আগে গ্রাম বাংলার ঐতিয্য ছিলো পালকীতে কনে শ^শুর বাড়িতে আসবে। এবং বর ঘোড়ার পিঠে করে বিয়ে করতে শ^শুর বাড়ি যাতো। কিন্তু কালের পরিবর্তণে তা বিলীন হয়ে গেছে প্রায় ৩০/৪০ বছর আগে। তবে আমি আমার বিয়েকে স্বরণ করে বা ইতিহাস করে রাখতে নিজে ঘোড়ার পিঠে চড়ে বর যাত্রী নিয়ে কনের বাড়ি যাই। এবং কনেকে পালকীতে করে ও ঘোড়ার পিঠে চড়ে নিজের বাড়ি ফিরি।
তিনি আরো জানান, তার মতো সবাই যদি নিজেদের বিয়েতে এমন আয়োজন করে তাহলে বিলুপ্ত হওয়া গ্রামীণ ঐতিয্য আবারও ফিরে আসবে।
এদিকে ব্যাতিক্রমী এ আয়োজন দেখে মুগ্ধ এলাকাবাসি। বর ও কনের এমন বিয়ে দেখতে ভীর জমায় স্থানীয়রা।
এমন বিয়ের আয়োজন দেখতে আসা দৌলতখান উপজেলার চর পাতা ইউনিয়নের চর পাতা গ্রামের মোঃ আলমগীর হোসেন জানান, তিনি প্রায় ৩৫ বছর আগে বিয়ে করেন। তার বিয়ের অনেক আগেই পালকী ও ঘোড়া চলে গেছে। কিন্তু তিনি আজ এ আয়োজনের কথা শুনে ছুঁটে আসেন এমন দৃশ্য দেখতে। ব্যাতিক্রমী এ আয়োজন দেখে মুগ্ধ তিনিও।
ভোলা পৌর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বরের বন্ধু ইভান তালুকদার জানান, আমার বন্ধু তার বিয়েতে প্রাচীন ঐতিয্য তুলে ধরতে চেয়েছিল। আজ সেটা তুলে ধরেছে।
তিনি আরো জানান, বর্তমান তরুণ প্রজম্ম বিষয়টি দেখে অনুপ্রাণিত হবে। এবং যারা বিয়ে করেনি তারা এমন ব্যাতিক্রমী আয়োজন করে তাদের বিয়ে স্বরণ করেন রাখলে গ্রামীন ঐতিয্য আবারও ফিরে আসবে।
ভোলা পৌর ২ নম্বর ওয়ার্ডের ওয়ার্ডের বাসিন্দা ও বিয়েতে আসা বেনজির আহম্মেদ ভাবনা জানান, তিনি আগে তার দাদা-দাদীর মূখে বর ঘোড়ার পিঠে চড়ে কনের বাড়ি থেকে কনেকে পালকীতে করে নিয়ে যায় এমন গল্প শুনেছিন। কিন্তু আজ তিনি নিজের চোখে তা দেখেছেন। আর এমন দৃশ্য দেখে তিনি মূগ্ধ হয়েছেন।
পালকীর মালিক মোঃ শরীফ জানান, তিনি গত কয়েক দিন আগে প্রায় ৩০ হাজার টাকা খরচ করে পালকী তৈরি করেছেন। এই প্রথম আমার পালকীতে কোন বউ শ^শুর বাড়ি নিয়ে গেছেন। এটাই আমাদের প্রথম ভাড়া।
তিনি আরো জানান, তার পালকীতে আরো কনে যদি শ^শুর বাড়ি যায় তাহলে তাদের জীর্বিকা আরো ভালো ভাবে চলবে।
বর মোঃ আনোয়ারুল আজিজ ২ শতাধিক বর যাত্রী নিয়ে কনের বাড়িতে যান। গেটে কনে পক্ষকে ৪ হাজার টাকা দিয়ে ফিতা কেটে গেট দিয়ে প্রবেশ করেন। আর বর যাত্রী ও কনের আত্মীয় স্বজনদের জন্য ছিলো বিভিন্ন ধরণের খাবারের আয়োজন।






দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসেছেন তারেক রহমান

দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসেছেন তারেক রহমান

আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা

আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর পরিকল্পনা নেই ইসির

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর পরিকল্পনা নেই ইসির

কর্মসূচি নেই, নেতাকর্মীদের সড়ক থেকে সরে যেতে বললেন তারেক রহমান

কর্মসূচি নেই, নেতাকর্মীদের সড়ক থেকে সরে যেতে বললেন তারেক রহমান

ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ ৪ জনের নিয়োগ বাতিল

ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ ৪ জনের নিয়োগ বাতিল

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

আরও...