অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দৌলতখানে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২১ রাত ০৯:২৩

remove_red_eye

৫৪৬


দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে চলতি রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় গম, ভূট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, মুগ ও খেসারী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মজুর আলম খান, ইউএনও মোহাম্মদ তারেক হাওলাদার, দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজের সাবেক অধ্যক্ষ শ.ম ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা মো: সুমন হাওলাদার প্রমুখ। প্রনোদনা কর্মসূচির আওতায় এ মৌসুমে উপজেলার ৩ হাজার ৪৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যের সার ও বীজ প্রদান করা হচ্ছে ।