অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দৌলতখানে বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২১ রাত ০৮:৫৯

remove_red_eye

৩৮৯




দুই ইউনিয়নে অর্ধশত আহত


দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে ভবানীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বিজয়ী ও পরাজিত ইউপি সদস্য প্রার্থীর সমর্থকরের মধ্যে শুক্রবার দফায় দফায় হামলা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছে। এদের মধ্যে বিজয়ী প্রার্থী মো: সিরাজ ও পরাজিত প্রার্থী মো: কামালসহ ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় জড়িত ছয়জনকে থানা হেফাজতে নেয়া হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়াদের ওপর পুলিশ সার্বক্ষণিক নজর রেখেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার বেলা এগারোটার দিকে দৌলতখান উপজেলা পরিষদ কমপ্লেক্স সংলগ্ন চৌরাস্তায় সিরাজ মেম্বার ও কামালের সমর্থকদের মধ্যে সংর্ঘষ হয়। এতে সিরাজ মেম্বারের সমর্থক আহতরা হলেন মো: সিরাজ, জাফর, হানিফ, শামীম, জাকির হেসেন, আলমগীর, কবির, মিরাজ, দুলাল, মাকসুদ ও বাচ্চু। কামালের সমর্থকদের মধ্যে আহতরা হলেন কামাল হোসেন, আজাদ, বাবুল, মিরাজ, ছলেমান ও ছোটন। উভয় পক্ষের ২০ জনকে দৌলতখান হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

অপরদিকে মেদুয়া ইউনিয়নের ৭ নং ওর্য়াডের মোরগ প্রতীকে বিজয়ী প্রার্থী জামাল উদ্দিনের বিরুদ্ধে তালা প্রতীকের পরাজিত প্রার্থী শাহে আলমের বাড়িঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচনে বিজয়ী হয়ে জামালের নেতৃত্বে রাতে বিজয় মিছিল বের করা হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা কালাম সর্দার বাড়ি শাহে আলমের ঘরে হামলা ও ভাংচুর চালায়। হামলাকারীরা ইদ্রিস, আবদুল করিম, সজিব, সাকিব, কালাম, আমিরুননেছা, ইয়ানুর বেগমকে বেধড়ক পিটিয়ে আহত করে। এদের মধ্যে গুরুতর আহত প্রথম চারজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।