অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দৌলতখানে ইউপি সদস্য প্রার্থীকে ভোট না দেয়ায় বসতঘরে হামলা গৃহবধুকে পিটিয়ে আহত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২১ রাত ০৮:৫৭

remove_red_eye

৪৪০





দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে ইউপি সদস্য প্রার্থীকে ভোট না দেয়ায় প্রতিদ্ব›দ্বী প্রার্থীর সমর্থক নুরে আলম নাগরের বসতঘরে হামলা ভাংচুর ও তার স্ত্রী রীপা বেগমকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা নাগরকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে তার স্ত্রী রীপা বেগমকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটায়। তার ডাক চিৎকারে পাশের বড়ির লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রæত চলে যায়। হামলাকারীদের ভয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে ঘরের অন্য সদস্যরা রক্ষা পায়। শুক্রবার ভোর সাড়ে ছয়টায় উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মিয়া বাড়িতে ঘটনাটি ঘটে।
সরেজমিন গেলে নুরে আলম নাগর ও তার স্ত্রী রীপা বেগম বলেন, ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ইউপি সদস্য প্রার্থী ফুটবল প্রতীকের মিলন চৌধুরীকে আমরা সমর্থন করায় ও ভোট দেয়ায় প্রতিদ্ব›দ্বী প্রার্থী মোরগ প্রতীকের গিয়াস উদ্দিন মাতাব্বর আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। গিয়াস উদ্দিন পরাজিত হওয়ায় প্রতিশোধ নিতে তার সমর্থক ফোরকান, রবিউল ইসলাম, আল-আমিন, রায়হান, ছানাউল্যাহ, জুয়েল, মো: কামাল ও তামিমসহ ২০-২৫ জন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের বসতঘরে ঢুকে হামলা চালায়। এরপর হামলারীরা পাশের ঈদগাহ মাঠের কাছে মিলন চৌধুরীর সমর্থক মো: শাহজাহান মৃধাকেও এলাপাতাড়ি পিটিয়ে আহত করে।
উল্লেখ্য, নির্বাচনপূর্ব ৮ নভেম্বর সন্ধায় ইউপি সদস্য প্রার্থী গিয়াস উদ্দিনের পক্ষে নির্বাচন থেকে সরে যেতে প্রতিদ্ব›দ্বী প্রার্থী মিলন চৌধুরীর ওপর স্থানীয় প্রভাবশালীরা চাপ সৃষ্টি করলে মিলন চৌধূরী বিষপানে আত্মহত্যা চেষ্ট চালান। ৯ নভেম্বর এ সংক্রান্ত সংবাদ যুগান্তওে প্রকাশিত হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্তদেও মধ্রে রবিউল ইসলাম ঘটনার সত্যতা অস্বীকার করেন।