অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় বিচার বিভাগীয় সম্মেলনে মামলার জট কমাতে দ্রæত বিচার কাজ সম্পন্ন করার তাগিদ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০১৯ রাত ০৮:১৮

remove_red_eye

৭৭৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক || ভোলায় শনিবার অনুষ্ঠিত হয়েছে বিচার বিভাগীয় সম্মেলন। জেলা ও দায়রা জজ ড. এবিএম মাহমুদুল হক’র সভাপতিত্বে বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম জি আজম, পুলিশ সুপার সরকার মোঃ কায়সার, অতিরিক্ত চিপজুডিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক, বিচার ব্যবস্থাপনার বর্তমান তথ্য তুলে ধরেন যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ জাকারিয়্যা, আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ছালাউদ্দিন হাওলাদার, প্রবীন আইনজীবী মোজাম্মেল হোসেন, জিপি মোঃ নুরুল আমিন নুরন্নবী।
এ সময় ভোলা প্রেসক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ অপুসহ ওই সম্মেলনে বিচারক, আইনজীবীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা ও দায়রা জজ জানান, বিচার বিভাগের সঙ্গে বিভন্ন দফতরের সমন্বয় না থাকার কারনে অনেক সত্য ঘটনা আড়ালে থেকে যায়। সু-বিচার থেকে বঞ্জিত হন বিচার প্রার্থীরা। এ সময় তিনি উদাহরণ হিসেবে যে কোন হত্যার ঘটনায় প্রথম পুলিশের সুরতহাল রির্পোটকে গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। একই সঙ্গে দ্রæত বিচার কার্য সম্পন্ন করার উপরও গুরুত্ব দেয়া হয় সম্মেলনে ।