অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২১ রাত ০৯:৩২

remove_red_eye

৫৪১



তজুমদ্দিন প্রতিনিধি : তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ০৭টায় সংগঠনের সহ সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম এর সঞ্চালনায় তজুমদ্দিন প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২১-২২ অর্থ বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এসময় রিপোর্টার্স ইউনিটির ৫৩ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদের মধ্যে অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। সংগঠনের চলমান কার্য নির্বাহী কমিটির মেয়াদ উর্র্ত্তিণ হওয়ায়  বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে গঠনতন্ত্র মোতাবেক ০৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা পর্ষদের মাধ্যমে  এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নব নির্বাচিত কমিটিতে সভাপতি মোঃ মনিরুজ্জামান নয়ন (বাংলার কন্ঠ) , সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন  (কলমের কন্ঠ), সহ-সভাপতি রফিকুল ইসলাম এ টি (বরিশাল প্রতিদিন), সহ- সভাপতি মোঃ মনির হোসেন (ভোলার বাণী), সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম (দৈনিক ভোলা টাইমস্ ও নয়া দর্পণ),যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন (বঙ্গ টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিপন(শিফা নিউজ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস (আলোকিত সময়),সাংগঠনিক সম্পাদক তামীম সাদী মান্নান (দৈনিক গণমুক্তি),     সাংগঠনিক সম্পাদক নুরনবী আহম্মেদ তন্ময়( দৈনিক পর্যবেক্ষণ), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল হাওলাদার(নয়া দর্পণ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ খোকা (জে টিভি), কোষাধ্যক্ষ ফারহান উর রহমান সময় (চ্যানেল এস), দপ্তর সম্পাদক সাগর দত্ত (দৈনিক সাহসী কন্ঠ), ক্রিড়া সম্পাদক মোঃ নকিব  হোসেন (দৈনিক ভোরের বাংলা), মহিলা বিষয়ক সম্পাদিকা ইসরাত জাহান(দ্বীপ নিউজ), নির্বাহী সদস্য টিটপ মজুমদার (দৈনিক দিগন্তর), নির্বাহী সদস্য সাইফুদ্দিন সবুজ (দৈনিক ডেসটিন), নির্বাহী সদস্য মীর মেহেদী হাসান (দৈনিক ডেসটিনি) কে নির্বাচিত করে  ১৭ সদস্য বিশিষ্ট তজুমদ্দিন  রিপোর্টার্স ইউনিটির কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।