অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বৃহস্পতিবার দৌলতখানের সাত ইউনিয়নে নির্বাচন


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১০ই নভেম্বর ২০২১ রাত ১০:২৮

remove_red_eye

৪২৫




 দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে  বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে সাত ইউনিয়নে ইউপি নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে পুরো উপজেলাব্যাপী  ৫ স্তরে নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচন চলাকালে নিরাপত্তা নিশ্চিতে উপজেলায় মোট দুই প্লাটুন বিজিবি, তিন প্লাটুন র‌্যাব, প্রায় সাড়ে ৬ শ পুলিশ ও ১ হাজার ১৭৩ জন আনসার ও কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে দশজন  নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে নিয়োজিত থাকবেন। সাত ইউনিয়নের মধ্যে মদনপুর, দক্ষিণ জয়নগর ও ভবানীপুর ইউনিয়নে দুইজন করে এবং বাকি ইউনিয়নগুলোতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক দায়িত্বে নিয়োজিত থাকবেন বলে জানা গেছে।
উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে যে সাতটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সে ইউনিয়নগুলো হলো মদনপুর ইউনিয়ন, মেদুয়া ইউনিয়ন, ভবানীপুর ইউনিয়ন, চরপাতা ইউনিয়ন, উত্তর জয়নগর ইউনিয়ন, দক্ষিণ জয়নগর ইউনিয়ন, চরখলিফা ইউনিয়ন । মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় ঝুঁকি বিবেচনায় মদনপুর ইউনিয়নে অতিরিক্ত ফোর্স হিসেবে এক প্লাটুন র‌্যাব
উপজেলার সাত ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৩৯ জন। এর মধ্যে মোট পুরুষ ভোটার ৫২ হাজার ২১ জন ও মহিলা ভোটার ৪৮ হাজার ১১৮ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬৯ টি। মোট ভোট কক্ষ ২৮১ টি।
ইউপি নির্বাচনে এই প্রথমবার উপজেলার একটি ইউনিয়নে ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়নটি হচ্ছে ৬ নং চরখলিফা ইউনিয়ন। ইতোমধ্যে ওই ইউনিয়নের ভোটারদেরকে কেন্দ্রে এনে ইভিএমে ভোট প্রয়োগে অনুশীলন করানো হয়েছে। এ ইউনিয়নে একজন ছাড়া প্রতিদ্ব›দ্বী চেয়রম্যান প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় নৌকা প্রতীকের শামীম হোসেন অমি চৌধূরী বিনা প্রতিদ্ব›দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান , ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ২৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১৬ জন প্রার্থী, ৭ ইউনিয়নের সাধারন ইউপি সদস্য পদে ১৯৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫৬ জন নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করছেন।