অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় ৬ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই নভেম্বর ২০২১ রাত ০৯:২৯

remove_red_eye

৪৭৯



হাসনাইন আহমেদ মুন্না : ভোলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ৬ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে গম,ভুট্টা,শরিষা, সুর্যমূখি, চিনাবাদাম,মুগ ও খেশারী বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজউদ্দিনের সভাপতিত্বে এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিহাদ হাসান, উপজেলা উপ সহকারী উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা বশির আহমেদসহ  অন্যান্য কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।

এসময় ১৪০০ কৃষকের প্রত্যেককে গমের জন্য ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। ভূট্রার জন্য ৩৩০ জনকে জনপ্রতি ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি। শরিষার জন্য ৭৬০ জনকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি। সূর্জমুখীর জন্য ৬৪০ জনকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি।
একইভাবে চিনাবাদামের জন্য ৮০০ কৃষককে ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি। মুগডালের জন্য ১৫০০ জনকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি। খেশারীর জন্য ৫৬০ জনকে ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।