অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


নির্বাচন থেকে সরে দাড়াঁতে চাপ দেওয়ায় দৌলতখানে মেম্বার প্রার্থীর বিষপানে আত্মহত্যার চেষ্টা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২১ রাত ০৯:৪৯

remove_red_eye

৪৫০



 দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের নির্বাচনে ৮নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী মো: মিলন চৌধুরী বিষপানে আতœ হত্যার চেষ্টা চালিয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।  সোমবার সন্ধ্যায় নিজ বসতঘরে ঘটনাটি ঘটেছে বলে তার চাচাত ভাই মো: হাসান ও স্বজনরা সাংবাদিকদের জানিয়েছেন। তাদের অভিযোগ প্রতিদ্ব›দ্বী প্রার্থীর পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে স্থানীয় প্রভাবশালীদের চাপ সহ্য করতে না পেরে তিনি বিষ পান করেন।
স্বজনরা জানান, মিলন চৌধুরীর জনপ্রিয়তায় দিশেহারা হয়ে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে তার প্রতিদ্ব›দ্বী মোরগ প্রতীকের মেম্বার প্রার্থী গিয়াস উদ্দিন স্থাণীয় প্রভাবশালীদের মাধ্যমে অব্যাহত চাপ দিয়ে আসছিলেন। প্রার্থীতা প্রত্যাহার না করলে যদি কোন সহিংসতা ঘটে তাহলে সে দায় ইউনিয়ন আ'লীগ নিবে না বলে বলা হয়। এ অবস্থায়  সোমবার সন্ধায় এ ব্যাপারে সমঝোতায় বসার জন্য ছাত্তার মেম্বার মিলনকে ডাকতে যান। এ সময় মিলন আসি বলে ঘরে ঢুকে বিষ পান করেন। বিষক্রিয়ায় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রæত তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়াস করে তাকে বিষমুক্ত করার চেষ্ট চলছিল।
ইউপি সদস্য প্রার্থী মিলন চৌধুরির স্বজনরা বলেন, তার ৮০ ভাগ জন সমর্থন রয়েছে, তিনি এর আগেও ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। প্রতিপক্ষ প্রার্থী গিয়াস উদ্দিন কৌশলে আ' লীগের নাম ভাঙ্গিয়ে এ ঘটনা ঘটিয়েছেন, আমরা সুস্থ্য নির্বাচন চাঁই।
 ভোলা সদর মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি, পরবর্তিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।