অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিন উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্বোধন


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২১ রাত ০৯:৪৪

remove_red_eye

৮৬৯




হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলার বোরহাউদ্দিন উপজেলায় আজ প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে উপজেলা পরিষদের নতুন সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুমের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৩৫’শ স্কয়ার ফিট জমির উপর নির্মিত ৫ তলা বিশিষ্ট নতুন ভবনটি সোমবার দুপুরে উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।  
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: ইব্রাহীম খলিল, পৌর মেয়র মো: রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শোয়েব আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: জসিমউদ্দিন হায়দার, এলজিইডি উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: রাসেল মিয়া প্রমূখ উপস্থিথ ছিলেন।
পরে এমপি মুকুল বোরহানউদ্দিন উপজেলায় এলজিইডি’র বাস্তবায়নে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে বেশ কিছু উন্নয়নমূলক কর্মকান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।