অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২১ রাত ০৯:১৯

remove_red_eye

৫১৪


 বোরহানউদ্দিন প্রতিনিধি :  ভোলার বোরহানউদ্দিনে  হাসপাতাল রোডে এস যে এস জালাল কমপ্লেক্স আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উপশাখা’র উদ্বোধন করা হয়েছে।
প্রত্যন্ত এলাকায় অনলাইন লেনদেন, আরটিজিএস, ডিপোজিট, বিএফটিএন, রেমিট্যান্স, বিনিয়োগ প্রদানসহ নানামূখী সেবা গ্রাহকের দোড় গোড়ায় পৌছে দিতে রবিবার  বেলা ১১ টায় হাসপাতাল রোডে  এই উপ-শাখার উদ্বোধন করেন, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের  খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান ও সিনিয়াার ভাইস প্রেসিডেন্ট মজিবুর  রহমান।
ভোলা  শাখার  ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের  সভাপতিত্বে বক্তব্য রাখেন  আব্দুস সালাম, বোরহানউদ্দিন  থানার অফিসার মোহাইমিনুল, মাওলানা মিজানুর রহমান ব্যাংকের উপ শাখার ব্যবস্থাপক আব্দুল মান্নান হাওলাদার জুয়েল প্রমুখ এছাড়াও ব্যাংকের সকল  কর্মকর্তা ও কর্মচারীরা  উপস্থিত ছিলেন।