অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় নতুন জাতের আমন ধান কর্তণ উপলক্ষে মাঠ দিবস


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২১ রাত ০৯:১৪

remove_red_eye

৫৪০



কামরুল ইসলাম :  ভোলায় নতুন জাতের আমন ধান ব্রি হাইব্রিড-৬  কর্তণ উপলক্ষে মাঠ দিবস পালিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চরমনসা সবুজ বাংলা কৃষি খামারে এ মাঠ দিবস পালন করা হয়।
মাঠ দিবস অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক  মো. তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ।  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (সরেজমিন উইং) এ কে এম মনিরুল আলম, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম, ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু মো. এনায়েত উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, সবুজ বাংলা কৃষি খামারের সত্বাধিকারী ইয়ানুর রহমান বিপ্লবসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা । সংশ্লিষ্টরা জানান, এ বছর ভোলা জেলায় এই নতুন জাতের ধান পরীক্ষামূলক চাষ করা হয়। পরীক্ষামূলক এ ধান চাষে ফলনে লক্ষ্যমাত্রা ছিল প্রতি হেক্টরে ৭ মেট্রিক টন । কিন্তু ফলন হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি  প্রতি হেক্টর ৭.১৫ মেট্রিকটন। ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে।