অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে কৃষকের মাঝে ৮টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২১ সন্ধ্যা ০৭:০৯

remove_red_eye

৪৬৬



তজুমদ্দিন প্রতিনিধি :  ভোলার তজুমদ্দিনে কৃষকের মাঝে আটটি কম্বাইন্ড হারভেস্টার কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (৭ নভেম্বর) সকালে সত্তর শতাংশ ভূর্তকি প্রদানের মাধ্যমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আনুষ্ঠানিক ভাবে কৃষকের কাছে হারভেস্টারের চাবি হস্তান্তর করেন। এসময় ভোলা-৩ সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্ব অনুষ্ঠান সঞ্চালন করেন কৃষি অফিসার অপূর্ব লাল সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার,  মহিলা কলেজ অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন, কৃষকলীগ সভাপতি সিরাজউদ্দিন প্রমূখ। পরে  ২৮৮৫ জন কৃষকের মাঝে সাত প্রজাতির বীজ ও সার বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়।