অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


মনপুরায় বিয়ের প্রলোভন দেখিয়ে এবার সৌদি প্রবাসী তরুণীকে ধর্ষণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই নভেম্বর ২০২১ রাত ০৯:০৫

remove_red_eye

৪৯৪



মামলা হলে  আটক হয়নি আসামী


মনপুরা প্রতিনিধি :  ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় এবার বিয়ের প্রলোভন দেখিয়ে সৌদি প্রবাসী এক তরুণীকে মোঃ মামুন সুলতান নামে এক যুবক ধর্ষণ করেছে । এ শনিবার সকালে এ ঘটনায় তরুণী বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে মনপুরা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে। তবে  ঘটনার পর ওই যুবক পালিয়ে যাওয়ায় পুলিশ তাকে আটক করতে পারেনি। ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবক হলেন, উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মোতালেবের ছেলে মোঃ মামুন সুলতান (২৫)। ওই প্রবাসী তরুণীর বাড়িও একই গ্রামে।

মামলার এজাহার, স্থানীয় সূত্রে জানা যায়, গত দ্ইু বছর ওই তরুণীকে সৌদি থাকাকালীন মামুন মোবাইল ফোনে প্রেমের প্রস্তাব দেয়। প্রবাসী তরুণী রাজি না হলে একপর্যায়ে বিয়ের প্রস্তাব দেয় এবং সৌদি আরব থেকে দেশে চলে আসতে বলে। পরে ওই প্রবাসী তরুণী যুবকের বিয়ের প্রস্তাবে রাজী হয়ে গত ২ আগস্ট সোমবার বাংলাদেশে চলে আসে। তখন মামুন এয়ারর্পোট থেকে তাকে রিসিভ করে ওই তরুণীকে আতœীয়র বাড়িতে নিয়ে যাবে বলে হোটেল নিয়ে জোরপূর্বক শাররীক সর্ম্পক করে। পরে দেশে আসার পর ওই যুবক বিয়ে নিয়ে তালবাহানা শুরু করে। এক পযার্য়ে শুক্রবার সকাল ১০ টায় বিয়ের ব্যাপারে কথা বলতে মনপুরা ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের ৭নং ওয়ার্ডে ওই যুবকের বাড়িতে নিয়ে যেয়ে ফের জোর করে ধর্ষণ করে। এই সময় তরুণী চিৎকার দিলে ওই যুবক পালিয়ে যায়। তখন ওই যুবকের বাড়িতে কেউ ছিলনা বলে জানান প্রবাসী তরুণী।
মনপুরা থানার ওসি সাইদ আহমেদ সাংবাদিকদের জানান, সৌদি প্রবাসী তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। তবে এখনো কেউ আটক হয়নি। অভিযুক্ত আসামীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ,গত ১ মাসে এ নিয়ে মোট ৩ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে।