অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দৌলতখানে ইউপি নির্বাচনে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকার প্রচারনা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২১ রাত ০৮:২৩

remove_red_eye

৪৬৭





দৌলতখান  প্রতিনিধি : ভোলার দৌরতখান উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের নির্বাচনে  নৌকা প্রতীকের পক্ষে  প্রচারনায় নেমেছে জেলা আওয়ামী লীগের একটি টিম । এরা বিভিন্ন  পয়েন্টে পথসভার পাশপাশি শুক্রবার গণসংযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা।  জেলা আওয়ামী লীগের প্রচারনা টিমে রয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, অপর সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, দৌলতখান উপজেলা চেয়ারম্যান , দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনজুর আলম খান প্রমুখ।
আওয়ামী লীগ নেতারা জানান, তারা মানুষের কাছে ভোট চাইছেন। উন্নয়নের বর্ননা দিচ্ছেন। যা গণতন্দ্রের প্রতীক বলেও মনে করছেন তারা। ওই উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ১১ নভেম্বর ৭ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে চরখলিফা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী বিনা প্রতিদ›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। অপর ৬ ইউনিয়নে দলের প্রার্থীও বিজয় নিশ্চিত করতেই জেলা আওয়ামী লীগ নেতারা মাঠের প্রচারনায় নামেন। বিএনপিসহ অন্যান্য দল প্রতীকের নির্বাচন না করলেও তাদের সমর্থিতরা স্বতন্ত্র নির্বাচন করছেন। অপরদিকে আওয়ামী লীগ দলীয় বিদ্রোহী প্রার্থীও রয়েছে। ফলে নির্বাচন জমে ওঠেছে। মদনপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী নাছির উদ্দিন নান্নু ডাক্তারের সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা করছেন বিজেপি প্রার্থী জামাল উদ্দিন সকেট। ওই এলাকায় গত সপ্তাহে কয়েক দফা সংঘাতের ঘটনা ঘটেছে। হয়েছে গুলি বর্ষণ, বাড়ি ভাংচুর ।  পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম গেল মাসে যোগদানের পর পরই শান্তিপূর্ন নির্বাচনের ঘোষনা দিয়েছেন। যে সব স্থানে সংঘাতের সম্ভাবনা রয়েছে ওই এলাকায় আগামী পুলিশের টহল ও নজরদারী শুরু হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানায়।