বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২১ রাত ০৮:১৯
৬০০
তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন
কামরুল ইসলাম : ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের ইউপি নির্বাচনে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর পক্ষ নেয়ায় দুইশতাধিক ওএমএস কার্ডধারীকে চাল দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে বর্তমান চেয়ারম্যান মো. আবু তাহেরের বিরুদ্ধে। এ সকল কার্ডধারীকে চাল না দিয়ে ডিলারের মাধ্যমে চেয়ারম্যান তাদের কার্ড আটকে রেখেছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ নিয়ে তারা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।
দিনমজুর, জেলে ও নি¤œ আয়ের এ সকল কার্ডধারীদের নাম বাদ দিয়ে চেয়ারম্যান নিজের পছন্দের লোকদের নাম তালিকাভুক্ত করতেই এ কাজ করেছেন বলেও অভিযোগ করেন তারা। ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষক আব্দুল মালেক ও মো. জাকির, জেলে আব্দুর রব, মো. মনির, মো. কাঞ্চনসহ অন্যান্য ওয়ার্ডের ১০-১৫ জন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, প্রথম ধাপের ইউপি নির্বাচনে তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁরা সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্রপ্রার্থী রিয়াদ হোসেন হান্নানের পক্ষে ভোট করেন। তিনি নির্বাচনে পরাজিত হন। কিন্তু নির্বাচনে জয় লাভ করে বর্তমান চেয়ারম্যান মো. আবু তাহের ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী হান্নানের পক্ষে নির্বাচন করায় তাদের জেলে কার্ডের চাল ও বিশেষ ওএমএস এর ১০ টাকা কেজি দরে চালের নামের তালিকা থেকে তাদের নাম বাদ দিয়েছেন। মূলত তাঁরা সবাই দিনমজুর, জেলে ও কৃষক।
তাঁরা আরো অভিযোগ করেন, নির্বচনের পর তারা গত দুই-তিন মাস ১০ টাকা কেজি দরে ওএমএস এর চাল পেলেও গত মাসে ডিলার তাদেরকে নতুন কার্ড দেয়ার কথা বলে পুরাতন কার্ডগুলো রেখে দেয়। গত ২৫ অক্টোবর থেকে ওএমএস এর চাল বিতরণ শুরু হলে তারা চাল আনতে গেলে ডিলার তাদেরকে বলেন, "আপনাদের নাম চেয়ারম্যান কেটে দিয়েছে, আপনারা চাল পাবেন না"। তখন তাদের কেউ কেউ চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যান তাদেরকে চাল দেয়া হবে না বলে জানিয়ে দেয়। অবশেষে তারা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।
চাঁচড়া ইউনিয়ন পরিষদের পশের ফুটপাতে পান ও সবজি বিক্রেতা মো. আবু তাহের বলেন, চেয়ারম্যান তাকে ওএমএস চালের তালিকা থেকে বাদ দিয়েছেন। এ বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানানোর অপরাধে চেয়ারম্যানের লোকজন এসে তাকে মারধর করে তার দোকানের মালামাল রাস্তায় ফেলে দিয়েছে।
কার্ডধারী চাল না পাওয়া চাঁচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের জেলে মনজু, ৭নং ওয়ার্ডের জেলে আব্দুর রহিম, ৪নং ওয়ার্ডের জেলে নুরে আলম বলেন, গত মাসের রেশনের চাউল আনতে গেলে ডিলার তাদের সকলের কার্ড রেখে দেয়। এবং তালিকায় তাদের নামের উপর লালকালি দিয়ে দাগ দিয়ে দেয়। চেয়ারম্যানের পছন্দ ব্যাতিত এই মাসে কাউকে চাউল দেয়া হয়নি। আমারা অপর প্রার্থীর নির্বাচন করায় বর্তমান চেয়ারম্যান নির্বাচনে জয়লাভ করার পরপরই তার নির্দেশে আমাদেরকে চাউল দেয়নি ডিলার।
চাঁচড়া ইউনিয়নের ওএমএস ডিলার মাকসুদুর রহমান সুমন বলেন, আমি এক মাস হলো নতুন ডিলারশীপ নিয়েছি। আমাদের ইউনিয়নে মোট ৯৯৪ জন খাদ্যবান্ধব কর্মসূচির বিশেষ ওএমএস কার্ডধারী রয়েছে। তার মধ্যে আমি ইউনিয়নের দক্ষিনে পাঁচশত কার্ডের দায়িত্বে আছি। এর মধ্যে এই মাসে ৩৭০ এর অধিক কার্ডের চাল বিতরণ করা হয়েছে। চেয়ারম্যানের উপস্থিতিতে উপজেলা খাদ্য কর্মকর্তা একটি তালিকা দিয়ে বলেছেন, লাল দাগ দেয়া নামগুলো ছাড়া বাকীদের চাল দিয়ে দিতে। আমি তার নির্দেশে তাই করেছি। এখনও ১১৪ কার্ডের চাল আমার গুদামে মজুদ আছে। এটা উপজেলা নির্বাহী অফিসার, খাদ্য কর্মকর্তা ও চেয়ারম্যান অবগত আছেন। তাদের নির্দেশ পেলেই এ চাল বিতরণ করা হবে।
এ ব্যাপারে চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, আমি নির্বাচিত হওয়ার পর ইউনিয়নের সকল জনগন আমার। আমি সেই ভাবেই সকল দেখি। মূলত সরকারি নির্দেশনা অনুযায়ী যারা সরকারের একাধিক সুবিদাভোগী, প্রবাসী, মৃত ও যাদের নামে ভিজিডি আছে তাদের নাম কর্তণ করে নতুন করে সরকারি সুবিদা বঞ্চিতদের নাম দেয়া হয়েছে। এবং যাদেরকে বাদ দেয়া হয়েছে তারাই সরকারে অন্য সুবিধা ভোগ করছেন। আমি কোনো অন্যায় করিনি সরকারের নির্দেশনা পালন করেছি।
উপজেলা খাদ্য কর্মকর্তা অবনী মোহন দাস বলেন, বিতরণ না করা দুইশ’ ২২ নামের চাল ডিলারের কাছে রয়েছে। যারা একাধিক সরকারি সুবিধা পায় তাদের বিষয়ে যাচাই বাছাই হচ্ছে। যাচাই বাছাই করে অতি শীগ্রই এ চাল বিতরণ করা হবে।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মরিয়ম বেগম বলেন, ওএমএস তালিকা সংশোধন একটি চলমান প্রক্রিয়া। এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে সদস্য সচিব করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
বাবার সঙ্গে ভোটার হচ্ছেন জাইমা রহমান
ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান: ইসি সচিব
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ
বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন রাশেদ খান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক