অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২১ রাত ০৯:১৮

remove_red_eye

৭৪৪


 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)কে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।  এছাড়ও উপস্থিত জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন।
ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) এর সভাপতিত্বে  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায়  মতবিনিময় সভায় মুজিববর্ষ ভোলা জেলা দাবালীগ ও আইজিপি কাপ-২০২১,জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা) অনুর্ধ্ব-১৯ প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করাহয়। এসময়   খেলা সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনার জন্য জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের সহযোগিতা কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নজরুল ইসলাম গোলদার, মো: ফয়সাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম লিটন,  যুগ্ন সম্পাদক মোনতাসির আলম রবিন চৌধুরী, সহ সম্পাদক রাজিব চৌধুরীসহক্রীড়া সংস্থার সদস্যগণ ।